Follow Us
  • HyperOS Downloader Play Store
  • VPN Super Cat Play Store
  • GCam Downloader Play Store
  • Permission Manager App Play Store

গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে যে পাঁচ ক্লাবকে


ফুটবলের নামীদামি ক্লাবগুলোর ভক্ত-সমর্থক রয়েছে পুরো বিশ্বজুড়েই। ক্লাব সম্পর্কে নিজেদের কৌতূহল মেটাতে ও খোঁজখবর নিতে ফুটবলপ্রেমীরা শরণাপন্ন হন সার্চ ইঞ্জিন গুগলের। ২০২৩ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে কোন ক্লাবগুলোকে তা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম গোল ডটকম।


গণমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে রিয়াল মাদ্রিদকে। মাসে গড়ে ৪ কোটি ৪৫ লাখ বার খোঁজা হয়েছে স্প্যানিশ এই ক্লাবটিকে। বড় ট্রফি অর্জনের দিক থেকে বিশ্বের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ। বিশ্বব্যাপী কোটি অনুসারী আছে ক্লাবটির।


রিয়াল মাদ্রিদের পর তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। গুগলে ২০২৩ সালে ক্লাবটিকে মাসে গড়ে খোঁজা হয়েছে ৩ কোটি ৩৮ লাখ বার। পাশাপাশি তালিকার তিনে রয়েছে গালাতাসারাই। ক্লাবটিকে মাসে গড়ে খোঁজা হয়েছে ৩ কোটি ২৪ লাখ বার।


এছাড়া ২০২৩ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা ক্লাবের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইপিএলের আরেক সফল ক্লাব ম্যানচেস্টার সিটি। ক্লাবটিকে মাসে গড়ে খোঁজা হয়েছে ২ কোটি ৯৩ লাখ বার। আর পাঁচে রয়েছে ফরাসি ক্লাব পিএসজি। মাসে ২ কোটি ৭৮ লাখ বার গড়ে ক্লাবটিকে খোঁজা হয়েছে।


সূত্রঃ চ্যানেল ২৪

Notification icon
HyperOS Downloader Easily check if your phone is eligible for HyperOS 2.0 update!
Post a Comment
Responsive Advertisement
Responsive Advertisement
Responsive Advertisement